দক্ষিণ এশিয়ার মধ্যে দৃষ্টিনন্দন স্থাপনা হবে সিটি সেন্টার: মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘মহানগরীর সোনাদীঘিস্থ সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ এশিয়ার মধ্যে দৃষ্টিনন্দন স্থাপনা হবে।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে সোনাদীঘি মোড়স্থ দোকান মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, সোনাদীঘি মোড়স্থ দোকান মালিকদের সিটি সেন্টারে পুর্নবাসিত করা হবে। কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ হবেন না। সিটি সেন্টারের কাজের জন্য যেসব দোকানদারকে সরানো হবে, তাদের সাময়িক জায়গা দেয়া হবে। সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হলে তাদের সবাইকে সেখানে পুর্নবাসন করা হবে।

মেয়র লিটন বলেন, কেউ ভুল বুঝবেন না। আমরা সবাই শহরের জন্য কাজ করছি। সবাই মিলে রাজশাহীকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যাব।

সভার সভাপতি সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু বলেন, সিটি সেন্টারের নির্মাণকারী প্রতিষ্ঠান এনা পোপ্রার্টিজ জায়গা বুঝে চেয়েছেন। আমরা জায়গা বুঝিয়ে দিলে তারা ছয় মাসের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় সভায় সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল নবী দুুদু, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাসারসহ সোনাদীঘি মোড় এলাকার বিভিন্ন দোকান মালিকগণ উপস্থিত ছিলেন।

স/শা