দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে ‘অন্যরকম’ বার্তা দিলেন তাসকিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার পর থেকেই সাকিব নাটকের শুরু। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার মানসিক ক্লান্তির জন্য আফ্রিকা সফর থেকে বিরতি চেয়েছেন। অথচ বিসিবি চেয়েছে সাকিব যেন আফ্রিকা সফরে ওয়ানডে ও টেস্ট সিরিজে অংশ নেন। কিন্তু সাবেক অধিনায়ক কোনোভাবেই সফরে রাজি হচ্ছিলেন না। সাবেক অধিনায়কের অনুরোধে ৩০ এপ্রিল পর্যন্ত সাকিবকে বিরতি দিয়েছে ক্রিকেট বোর্ড। তাকে ছাড়াই আজ ঢাকা ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ দুই ধাপে ঢাকা ছাড়বে তামিম ইকবালের ওয়ানডে দল। পরের দিন যাবে মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট স্কোয়াড। সকাল ১০টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজে যাবে ৮ ক্রিকেটার। রাত ১১টায় যাবেন তামিম, মুশফিক, মাহমুদুল্লাহসহ ওয়ানডের বাকিরা। পরের দিন যাবেন মুমিনুলরা। ক্রিকেটাররা যাবেন দোহা হয়ে জোহানেসবার্গে। সেখানে গ্যারি কার্স্টেন একাডেমীতে অনুশীলন করবেন টেস্ট স্কোয়াড।

দক্ষিণ আফ্রিকায় ৩ ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সঙ্গে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে সেখানে খেলা দ্বিপাক্ষিক সিরিজের ১৯ ম্যাচে কোনো জয় পায়নি বাংলাদেশ। ৬টি টেস্ট খেলে হার সবগুলোতে। জয় নেই ৯ ওয়ানডের একটিতেও। এবার এই আক্ষেপ ঘোচাতে মরিয়া সফরকারীরা। যাওয়ার আগে পেসার তাসকিন আহমেদ জানালেন, সেখানে অন্তত একটি ম্যাচ জয়ের নায়ক হতে চান তিনি।

বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘নিজের আয়ত্বের মধ্যে থেকে সেরাটা দিতে চাই। খুব ইচ্ছা, ম্যাচ জেতানোতে যেন আমার ভূমিকা থাকে বা আমি একটা ম্যাচ জেতাতে পারি, ভালো কিছু করতে পারি- এটাই লক্ষ্য।’

তাসকিন বলেন, ‘আল্লাহর রহমতে গত ১-২ বছর ধরে পেস বোলিং ডিপার্টমেন্ট ধারাবাহিকভাবে উন্নতি করছে। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রেখে সামনে এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপে যেন ভূমিকা রাখতে পারি এটাই আমাদের লক্ষ্য। সিরিজ বাই সিরিজ নিজেদের ভুল শুধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’

যোগ করেন তাসকিন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় প্রপার স্পোর্টিং উইকেট। ওসব জায়গায় বোলার-ব্যাটসম্যান দুইজনেরই ভালো করার সুযোগ থাকে। ওখানে চ্যালেঞ্জ আরও বেশি। ইভেন বাউন্স থাকে, সুন্দরভাবে ক্যারি করে, ঠিক লাইন-লেন্থে বল না করলে আবার রান লিক হওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা আছে, তবে একইসাথে আরও বেশি নিখুঁত হতে হবে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন