দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে হেরে গেল নেলসন ম্যান্ডেলার দল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সরকার নির্বাচনে ২২ বছরের মাথায় বড় ধরনের ধাক্কা খেল দেশটির বর্ণবাদ-বিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি।

১৯৯৪ সালের পর এমন ফলাফল বিপর্যয়ে আর পড়েনি এএনসি।

 

রাজধানী প্রিটোরিয়ায় বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ডিএ’র কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গেছে প্রেসিডেন্ট জ্যাকব জুমার ক্ষমতাসীন এএনসি।

 

শ্বেতাঙ্গ শাসন ও জাতি-বিদ্বেষের অবসান ঘটিয়ে ১৯৯৪ সালে ক্ষমতায় আসার পর এবারই প্রথম কোনও নির্বাচনে এএনসি রাজধানী প্রিটোরিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ হারাল।

150510151758_mmusi_maimane_640x360_afp_nocredit

হেরে গেছে তারা এএনসির ঘাঁটি হিসেবে পরিচিত নেলসন ম্যান্ডেলা বে’তেও। একই ফলাফল পোর্ট এলিজাবেথেও।

 

দক্ষিণ আফ্রিকার স্থানীয় নির্বাচনে অবশ্য দেশের সবচেয়ে বড় শহর জোহানেসবার্গ নিজেদের করে রাখতে পেরেছে ক্ষমতাসীনরা।

 

পরাজয়ের পরও এই ফল গণতন্ত্রের জন্যে সহায়ক হবে বলে মনে করছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।

 

মিস্টার জুমা বলেন, “দক্ষিণ আফ্রিকার জনগণ ব্যালটের মাধ্যমে যেভাবে তাদের মত প্রকাশ করেছে তাতে আমরা গর্বিত। এতেই প্রমাণ হয় যে আমাদের গণতন্ত্র পরিপূর্ণতা পাচ্ছে”।

 

এমন পরাজয়ের কারণ হিসেব করতে গিয়ে বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ আফ্রিকায় দ্রুত বেড়ে চলা বেকারত্ব আর দুর্নীতির খেসারত দিতে হল প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার দলকে।

সূত্র: বিবিসি বাংলা