ত্রাণ প্রতিমন্ত্রীকে কুটুক্তি করায় যুবলীগ নেতার বিরুদ্ধে আশুলিয়ায় মামলা

সাভারের আশুলিয়ায় দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগে যুবলীগ নেতাকে প্রধান আসামি করে আইসিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।

কথিত যুবলীগ নেতা রাজু আহমেদ (৪০) আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল্লার ছেলে।

স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানকে কুটুক্তি করার অভিযোগ এনে শনিবার গভীর রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে আশুলিয়ার চাঁনগাও এলাকার বিতর্কিত ব্যক্তি কথিত যুবলীগ ও শ্রমিক লীগ নেতা ও ওই এলাকার অবৈধ গ্যাস সংযোগকারী রাজু আহমেদ কয়েকজন ব্যক্তির সাথে আলোচনাকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে নিয়ে কুটুক্তি করেন। পরে সেই কুটুক্তির অডিও রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে শনিবার গভীর রাতে প্রতিমন্ত্রীকে কুটুক্তির অভিযোগে রাজু আহমেদকে প্রধান আসামি করে আইসিটি আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর।

আশুলিয়া থানার সহকারি পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, ‘রাজু আহমেদকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।’