রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তুরস্কে চার হাজার কর্মকর্তা বরখাস্ত

Paris
এপ্রিল ৩০, ২০১৭ ৯:৪৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে আরো প্রায় চার হাজার সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছে তুরস্ক। একটি নির্বাহী আদেশে শনিবার এ আদেশ দেওয়া হয়েছে।

বরখাস্তকৃত এসব কর্মকর্তার মধ্যে বিচার বিভাগের এক হাজারের বেশি কর্মী, প্রায় দেড় হাজার সেনা সদস্য এবং বিমান বাহিনীর অন্তত ১০০ পাইলট রয়েছেন।

শনিবার প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, যারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের সবার সঙ্গে ‘জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সঙ্গে যোগসাজশ রয়েছে।

একই দিন পৃথক এক আদেশে তুর্কি সরকার দেশটিতে টিভি ডেটিং শো নিষিদ্ধ করেছে। একইসঙ্গে দেশটিতে অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া বন্ধ করে দিয়েছে সরকার।

এর আগে গত বুধবার এরদোয়ান সরকার ৯ হাজার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত এবং অন্তত এক হাজার পুলিশ সদস্যকে আটক করে। তারা আমেরিকায় নির্বাসিত আধ্যাত্মিক নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে অভিযোগ করা হয়েছে। গত বছরের অভ্যুত্থান প্রচেষ্টার পেছনে গুলেনের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক