তুরস্কের বিমান হামলায় সিরিয়ায় নিহত ২৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত সীমান্তবর্তী শহর জারাবলুসে তুরস্কের বিমান হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।

 

স্থানীয় সময় রোববার এ হামলা চালানো হয়।

 

তুরস্কের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় নিহত ব্যক্তিরা কুর্দি জঙ্গি।

 

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি মিলিশিয়াদের দমনে গত বুধবার থেকে সিরিয়ায় ‘অপারেশন ইউফ্রেতিস শিল্ড’ নামে অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের পঞ্চম দিন রোববার বিমান হামলা চালাল দেশটি।

 

রোববারের হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয় বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। সংগঠনটির দাবি,  জেব এল-কুসা এলাকায় বিমান হামলায় ২০ জন নিহত হয়। আর আল-আমারনেহ এলাকায় পৃথক একটি হামলায় ১৫ জন নিহত হয়।

 

তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুর্দিদের সংগঠন কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) ২৫ সদস্যকে হত্যা করেছে।

 

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি অংশ হলো ওয়াইপিজি। সংগঠনটির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে।

 

ওয়াইপিজি সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়ছে। আবার সিরিয়ায় আইএস দমনে অভিযান শুরু করা তুরস্ক লড়ছে ওয়াইপিজির বিরুদ্ধে। ফলে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ আরো জটিল রূপ নিয়েছে।

সূত্র: এনটিভি