তীব্র জ্বালানি সঙ্কট; বিক্ষোভ দমাতে সেনাবাহিনীর গুলি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

জ্বালানি ঘাটতির কারণে তীব্র সঙ্কট ভুগছে শ্রীলঙ্কা। ১৯ জুন এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, শনিবার রাতে বিক্ষোভ দমাতে খোলা গুলি ছুড়েছে দেশটির সামরিক বাহিনী। জ্বালানি স্টেশনে শুরু হওয়া বিক্ষোভ দমাতে গুলি ছোড়া হয়।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাথর ছোড়া ও সেনাবাহিনীর ট্রাকের ক্ষতি করার অভিযোগ আনা গেছে। শনিবার রাতে কলম্বোর উত্তরে বিসুভামাদু এলাকায় ওই বিক্ষোভের ঘটনা ঘটে। ওই ঘটনায় চার বেসামরিক মানুষ ও তিন সৈন্য আহত হয়েছেন।

পেট্রোল ফুরিয়ে যাওয়ায় মোটরসাইকেলের চালকরা বিক্ষোভ শুরু করেন। এরপর সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনীর মুখপাত্র নিলান্থা প্রেমারত্নে জানান, ২০ থেকে ৩০ জনের একটি দল পাথর ছুড়ছিল। তাদের হামলায় সেনাবাহিনীর ট্রাকের ক্ষতি হয়েছে।

১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর সবচেয়ে তীব্র অর্থনৈতিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। এজন্য বিশেষজ্ঞরা বিভিন্ন কারণকে দায়ী করেছেন। এগুলো হলো দীর্ঘসময় ধরে দেশের ক্ষমতার কেন্দ্রে থাকা রাজাপাক্ষে পরিবারের দুর্নীতি, স্বজনপ্রীতি, সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত, করোনা মহামারী, পর্যটন খাতে ধস, কর হ্রাস ইত্যাদি।

 

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন