তীব্র গরমে নাকাল রাজশাহীর জনজীবন

                                                                                                           ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে তীব্র গরমে জনজীবন একেবারে নাকাল হয়ে পড়েছে। সকাল থেকে বিকাল পর্যন্ত আকাশে মেঘের লুকোচুরি খেলা। বৃষ্টির জন্য আকাশের দিকে তাকাচ্ছেন প্রখর রোদের মধ্যে খেটে খাওয়া সাধারণ মানুষ।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রাজিব খান জানান, তাপমাত্রা এবং বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে এমন গরম অনুভূত হয়েছে ।
তিনি আরও জানান, আজ সোমবার (১৭মে) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আর বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম বেশি অনুভূত হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া বিকালে ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টির পর বাতাসের আর্দ্রতা কিছুটা কমে ৯৩ শতাংশ হওয়ায় গরম কিছুটা হলেও কমেছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।
স/রি