তিন হাজার কর্মী ছাঁটাই করবে টেসলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা চলতি বছরে প্রায় তিন হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গেল ২০১৮ সাল সফলভাবে পার করলেও এ বছর গাড়ি বিক্রি কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে টেসলা।

টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এলন মাস্ক কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়েছেন।

মাস্ক বলেন, গাড়ির মূল্য হ্রাস করতে না পারায় ২০১৯ সাল খুবই ‘চ্যালেঞ্জিং’ হবে তাদের জন্য। এর ফলে ৪৫ হাজার কর্মীর পরিবার থেকে প্রায় ৭ শতাংশ ফুলটাইম কর্মীকে ছাঁটাই করা হবে।

মেইলে মাস্ক লিখেছেন, নতুন এবং উন্নত প্রযুক্তি সত্ত্বেও তুলনামূলক কম দামে গাড়ি বিক্রি করতে পারছে না টেসলা। ফলে মধ্যম আয়ের গ্রাহকদের বাজার হারাচ্ছে প্রতিষ্ঠানটি। এ কারণেই খরচ কমাতে কর্মীদের ছাটাই করতে হচ্ছে বলে জানিয়েছেন মাস্ক।