তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার তিন ঘণ্টা পর সকাল ৭টার দিকে পুনরায় স্বাভাবিক হয় ফেরি চলাচল।

বিআইডাব্লিউটিসি, আরিচা কার্যালয়ের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোররাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, ‘এ নৌরুটে ছোট-বড় ১৭টি ফেরির মধ্য ১৫টি চলাচল করছে। বাকি ফেরিগুলো পাটুরিয়া ঘাটের ভাসমান মধুমতি কারখানায় মেরামতে রয়েছে।

এদিকে, ফেরি চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকায় উভয় ঘাটে পারের অপেক্ষায় রয়েছে শত শত যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
সূত্র: কালের কন্ঠ