তিনটি প্লেলিস্ট আনলো ইউটিউব মিউজিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই প্রথম পার্সোনালাইজড প্লেলিস্ট আনলো ইউটিউব মিউজিক। প্লেলিস্টগুলোর নাম ডিসকভার মিক্স, নিউ রিলিজ মিক্স ও ইওর মিক্স।

প্লেলিস্টগুলো সম্পর্কে প্রতিষ্ঠানটি জানায়, তিনটি প্লেলিস্টের মাধ্যমে নতুন প্রকাশিত যেকোনও মিউজিক ব্যবহারকারীর কাছে খুব সহেজই পৌঁছতে পারবে। এতে ব্যবহারকারীরা তার পছন্দের সঙ্গীতের ধরন অনুযায়ী আরও বেশি পরিমাণ শিল্পীদের সঙ্গে পরিচিত হতে পারবেন।

আইএএনএস জানায়, ডিসকভার মিক্সে প্রতি সপ্তাহে ৫০টি করে ট্র্যাক বের হবে। এটি প্রতি বুধবারে আপডেট হবে। নিউ রিলিজ মিক্সে ব্যবহারকারীর প্রিয় শিল্পীদের নতুন মিউজিকগুলো প্রতি শুক্রবার প্রকাশিত হবে। আর ইওর মিক্সে ব্যবহারকারীর পছন্দের সবগুলো গান জমা থাকবে। এছাড়া ব্যবহারকারীর ভালো লাগতে পারে এমন অনেক গানও থাকবে এই লিস্টে যা সে আগে কখনও শোনেনি।

প্রতিষ্ঠানটি আরও জানায়, তিনটি প্লেলিস্ট ইতোমধ্যেই বিশ্বব্যাপী উন্মোচিত হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীর গানের তালিকা আরও পার্সোনালাইজ করাসহ তার পছন্দের গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে পারবে।

প্লেলিস্ট তিনটি ইউটিউব মিউজিকের ‘মিক্সড ফর ইউ’ সেকশনে পাওয়া যাবে। এটি কম্পিউটারের ব্রাউজারসহ আইওএস ও অ্যান্ড্রয়েড অ্যাপের জন্যও উন্মুক্ত করা হয়েছে।