তাহেরপুর পৌর মেয়র কালামের পুকুরে বিষ প্রয়োগ, মাছের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর সভার মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোনো এক সময়ে তাহেরপুরের কামারখালি বিলের মধ্যেকার ওই পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করা হয়। এরপর ভোর থেকে পুকুরটির পোনা মাছ মরে যেতে থাকে।

মেয়র আবুল কালাম আজাদ সিল্কসিটি নিউজকে জানান, প্রায় ১০ বিঘা আয়তনের ওই পুকুরটিতে হিংসাত্মকভাবে কে বা কারা রাতে আঁধারে বিষ প্রয়োগ করে চলে গেছে। এতে করে ভোর থেকেই পুকুরের পোনা মাছ মরে যেতে শুরু করে। পরে বিষয়টি টের পান পুকুরের পাহারাদার। এরপর তড়িঘড়ি করে পুকুরের পোনা মাছগুলো রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হয়। তার পরেও অনেক মাছ মারা গেছে।

মেয়র আরও জানান, ওই পুকুরে অন্তত ৭ লাখ টাকার পোনা মাছ আছে। পুকুরটিতে পোনা চাষ করে সে্ি পোনা তিনি অন্য পুকুরে ছেড়ে মাছচাষ করেন বলেও দাবি করেন।

প্রসঙ্গত, গত বছরের জানুয়ারি মাসের দিকে মেয়র আবুুল কালাম আজাদের আরেকটি পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। ওই ঘটনায় তাঁর প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে যায়।

স/আর