তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: নৌমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুরে চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চবিদ্যালয়ে তিনি এ কথা বলেন।

সেখানে ভারতীয় হাইকমিশনের অর্থায়নে ৫০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের উদ্বোধন হয়েছে।

নৌমন্ত্রীর ভাষ্য, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে রায়কে ঘিরে সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে বিএনপি। আদালতের সিদ্ধান্তের ওপর কারও হাত নেই।’

বর্তমান সরকার সব দলকে সঙ্গে নিয়েই নির্বাচন করতে চায় বলে উল্লেখ করেছেন নৌমন্ত্রী। তার মন্তব্য, ‘২০১৪ সালে সংসদ নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, এখন সেই খেসারত দিচ্ছে দলটি।’

শাজাহান খান আরও বলেন, ‘সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, আদালত ও নির্বাচন কমিশনের ওপর তা নির্ভর করবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান বেপারী প্রমুখ।

সূত্র: বাংলাট্বিবিউন