তারেককে ফেরতের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভয়াল ২১ আগস্ট উপলক্ষে ১০ ডাউনিং স্ট্রিটের সামনে মানববন্ধন করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।

তারেক রহমানকে দণ্ডিত অপরাধী উল্লেখ করে শাস্তি ভোগের জন্য অবিলম্বে তাকে দেশে ফেরত পাঠাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বরাবর স্মারকলিপিও দেওয়া হয় কর্মসূচি থেকে।

রবিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের সামনে আয়োজিত কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বক্তারা তারেক রহমানকে ২১ আগস্টসহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের মদদদাতা উল্লেখ করে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক হত্যার পরোক্ষ মদদদাতা হিসেবে তার বাবা জিয়াউর রহমান যেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, ঠিক তেমনই ছেলে তারেক রহমানও ছিলেন ২০০৪ সালের ২১ আগস্ট হত্যাকাণ্ডের মূল মদদদাতা।

সম্প্রতি মানি লন্ডারিং মামলায় তারেকের সাজার বিষয়টি উল্লেখ করে আওয়ামী লীগ নেতারা বলেন, ব্রিটেনের মতো একটি সভ্য সমাজে বসবাস করে একজন দণ্ডিত অপরাধী অন্য একটি স্বাধীন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে, এটি মোটেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে সাজাপ্রাপ্ত অপরাধী তারেককে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবি জানান তারা।

সমাবেশ শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে তারেক রহমানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

সূত্র: কালের কণ্ঠ