তারা হবেন আম্পায়ার?

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

তিনজনের মধ্যে একজন অনেক আগেই অবসর নিয়েছেন। বাকি দুজন এখনো ২২ গজে দাপট দেখিয়ে যাচ্ছেন। এই তিনজনের মাঝেই নাকি আম্পায়ার হওয়ার গুণাবলি দেখতে পেয়েছেন খ্যাতিমান আম্পায়ার সাইমন টাফেল! ক্রিকেট মাঠের অন্যতম কঠিন কাজ আম্পায়ারের। আর এই কাজ টানা ১৩ বছর অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে করে খ্যাতি অর্জন করেছেন টাফেল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০০৪ থেকে ২০০৮―এই টানা পাঁচ বছর আইসিসির বর্ষসেরা আম্পায়ার হওয়া টফেলকে প্রশ্ন করা হয়েছিল, ভবিষ্যতে কোন কোন ক্রিকেটার আম্পায়ার হতে পারেন? জবাবে টাফেল বলেছেন ভারতের তিন মহারথী সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ, সাবেক অধিনায়ক বিরাট কোহলি আর স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের নাম।

টাফেলের ভাষায়, ‘এখনো মনে আছে, বেশ কয়েক বছর আগে আমি বীরেন্দ্র শেবাগকে আম্পায়ার হওয়ার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলাম। সে স্কয়ার লেগে আমার ঠিক পাশে দাঁড়িয়ে কোনটি আউট আর কোনটি নট আউট―সেটা নিয়ে কথা বলছিল। পরে সে আবার না বলে দিয়েছিল।  যদিও শেবাগ সেটা করতে চায়নি। ‘

টাফেল আরো বলেছেন, ‘আম্পায়ার হওার জন্য একটা ব্যক্তিত্বের প্রয়োজন, তার সঙ্গে থাকতে হবে কাজ করার ইচ্ছা। আমি মর্নে মর্কেলের সঙ্গে কথা বলেছি। সে আম্পায়ার হতে ইচ্ছুক। কিন্তু আমি আগেও বলেছি, এটা সবার কাজ নয়। আমি বীরেন্দ্র শেবাগ, বিরাট কোহলি ও অশ্বিনকে আম্পায়ার হিসেবে দেখতে চাইব। তারা সবাই নিয়ম এবং খেলার পরিবেশের ব্যাপারে খুব ভালো জানে। ‘

 

সুত্রঃ কালের কণ্ঠ