শুক্রবার , ৭ অক্টোবর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তারা নিন্দা জানাননি, তুলেছেন সেলফি : মোশাররফ

Paris
অক্টোবর ৭, ২০১৬ ৭:২৪ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, গণতন্ত্র ও জবাবদিহিতা না থাকায় সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী যুব মহিলা লীগের নেত্রীদের সমালোচনা করে তিনি বলেন, হামলার নিন্দা না জানিয়ে তারা আহত মেয়েটির পাশে সেলফি তুলেছে।

 

আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল।

 

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্মম একটি অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, তার প্রতিবাদ না জানিয়ে তার নিন্দা না জানিয়ে সেই আহত মেয়েটির পাশে বসে তারা সেলফি তুলেছে। এই হচ্ছে আওয়ামী লীগের মনোবৃত্তি। দেশের মানুষের মতামত না নিয়ে ভোট না নিয়ে যা ইচ্ছে তাই করছেন প্রধানমন্ত্রী হিসেবে গায়ের জোরে। এ থেকে আজকে তাদের ছাত্রলীগের কর্মীরা সাহস পাচ্ছে। যুবলীগের কর্মীরা সাহস পাচ্ছে।’

সূত্র: এনটিভি

সর্বশেষ - জাতীয়