তানোর পৌর চত্বরের গাছ কাটার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক:

তানোর পৌরসভা চত্বরের গাছ কাটার অভিযোগ উঠেছে পৌর মেয়র ইমরুল হকের বিরুদ্ধে। মেয়র ইমরুল হকের নির্দেশনায় ৩টি বড় ও ৫টি মাঝারি আকারের গাছ কাটা হয়েছে। বিভিন্ন প্রজাতির গাছগুলো তানোর পৌরসভার প্রতিষ্ঠাতা প্রয়াত মেয়র এমরান আলী মোল্লা লাগিয়েছিলেন।

জানা গেছে- রোবাবর (১৯ সেপ্টম্বর) বিকেলে বর্তমান পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হকের নির্দেশেই এই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এক্ষেত্রে পৌর পরিষদের সভায় কোন অনুমোদন বা উপজেলা প্রশাসনের লিখিত অনুমতি নেয়া হয়নি।

বিষয়টি নিয়ে পৌর মেয়র ইমরুল হকের মুঠোফোন কল করা হলে তিনি রিসিভ না করে কেটে দেন। তাই এইবিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদ কর্মীদের পৌর মেয়র জানান- পৌরসভার গাছ কাটতে মেয়র ছাড়া কারও অনুমতির প্রশ্নই আসে না। পরে তিনি আবারও বলেন, পৌর চত্বরে সিসি ক্যামেরা লাগাতে এ গাছগুলো কাটা হয়েছে।

স/আ