তানোর উপজেলা ও পৌর যুবদল আংশিক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর তানোর উপজেলা ও পৌর যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার মহানগর যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপজেলা যুবদলে গোলাম মোর্তুজাকে সভাপতি এবং শরিফ উদ্দিন মুন্সিকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ক্রঃ নংপদবীনামঠিকানা
১.সভাপতিমোঃ গোলাম মোর্তুজাপাঁচন্দর
২.সহ- সভাপতিমোঃ আব্দুল মালেকপৌরসভা
৩.সহ- সভাপতিমোঃ আলমগীর হোসেনকামারগাঁ
৪.সহ- সভাপতিমোঃ আব্দুল হামিদকলমা
৫.সহ- সভাপতিশিশ মোহাম্মদ শিশিরবাধাইড়
৬.সাধারণ সম্পাদকমোঃ শরিফ উদ্দিন মুন্সিকামারগাঁ
৭.যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ খালেদ হোসেন বাবুকামারগাঁ
৮.যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ জামাল উদ্দিন দুলালসরনজাই
৯.যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ নজরুল ইসলামতালন্দ
১০.সাংগাঠনিক সম্পাদকমোঃ জাহাঙ্গীর হোসেনকলমা
১১.প্রচার সম্পাদকমোঃ আফাজ উদ্দিনপৌরসভা

 

সকল ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা কমিটি গঠনের জন্য অনাধিক ৯০ দিনের মধ্যে সম্মেলনের প্রস্তুতি গ্রহনের নির্দেশ দেওয়া হয়। এদিকে এমদাদুল হককে সভাপতি ও আতিকুর রহমান লিটনকে সম্পাদক করে পৌর যুবদলের ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ক্রঃ নংপদবীনাম
১.সভাপতিমোঃ এমদাদুল হক
২.সহ- সভাপতিমোঃ আয়ান উদ্দিন
৩.সহ- সভাপতিমোঃ আতিকুর রহমান আতিক
৪.সহ- সভাপতিমোঃ আব্দুর রাজ্জাক
৫.সহ- সভাপতিমোঃ রবিউল ইসলাম
৬.সহ- সভাপতিমোঃ আব্দুল মান্নান
৭.সাধারণ সম্পাদকমোঃ আতিকুর রহমান লিটন
৮.যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ হাবিবুর রহমান হাবিব
৯.যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ খায়রুল ইসলাম
১০.যুগ্ম সাধারণ সম্পাদকমোঃ জিয়াউর রহমান
১১.সাংগাঠনিক সম্পাদকমোঃ আবুল কাশেম
১২.দপ্তর সম্পাদকমোঃ উজ্জ্বল হোসেন
১৩.প্রচার সম্পাদকমোঃ আমিনুর রহমান (রানা)

 

সকল ওয়ার্ড কমিটি গঠন করে পৌর কমিটি গঠনের জন্য অনাধিক ৯০ দিনের মধ্যে সম্মেলনের প্রস্তুতি  গ্রহনের নির্দেশ দেওয়া হয়।

স/শ