তানোরে ৩২টি দোকান সিলগালা

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে লকডাউন ঘোষণার পরও বাজারগুলো মানছেনা সরকারী নির্দেশনা। খোলা থাকছে বিভিন্ন দোকান। বড় বড় মার্কেটে’র দোকানগুলো এক পাল্লা (সাটার) খোলা রেখে ব্যাবসা চালিয়ে যাচ্ছে।

এমন পরিস্থিতে রবিবার সকালে তানোর সদর গোল্লাপাড়া বাজারে ২২ টি দোকান, কালিগঞ্জ হাটে ৭টি দোকান ও তালন্দ বাজারে ৩টি দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন (ইউএনও)।

জানা গেছে,  সকাল সাড়ে ৭টার দিকে তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো নিজে উপস্থিত থেকে কাপড়ের দোকান, র্গামেন্টস, কসমেটিক, টেইলার্স, জুয়েলারী দোকান, জুতা স্যান্ডেল’র দোকানের তালা সিলগালা করে দেন।

তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বাজারে কিছু কিছু দোকান খোলা থাকছে। দোকান দারদের মাইকিং করে জানানোর পরও তারা কিছুই মানছেনা। তাই ৩২টি দোকানের তালা সিলগালা করে সর্তক করা হয়েছে।

স/অ