রবিবার , ৭ আগস্ট ২০১৬ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে স্কুলের ল্যাপটপ চুরি: ৪ জন ২দিনের রিমান্ডে

Paris
আগস্ট ৭, ২০১৬ ৭:৫৭ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ থেকে ১৬টি ল্যাপটপ চুরির ঘটনায় গ্রেপ্তারকৃত ৪ জনকে ২দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  রোববার দুপুরে তাদেরকে জিঙ্গাসার জন্য থানায় নেয়া হয়েছে।

এরা হলেন, স্কুলের নৈশপ্রহরী নারায়নপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র জাহাঙ্গীর আলম (৪০), অফিস পিওন একই গ্রামের মৃত এবাদুল্লার পুত্র রফিকুল ইসলাম (৫০), নারায়নপুর গ্রামের জামাল উদ্দিনের পুত্র সায়েম আলী (২২), একই গ্রামের সোহরাবের পুত্র আহসান হাবিব (২৩)।

মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই রুবেল হোসেন সিল্কসিটি নিউজকে বলেন, গত সোমববার আটককৃতদের আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানী শেষে ২দিনের রিমান্ড মুঞ্জুর করেছেন।

ফলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রোববার জেল হাজত থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

উল্ল্যেখ্য, গত ২৬ জুলাই তানোর উপজেলার নারায়নপুর উচ্চ বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা শেষে প্রধান শিক্ষক রহস্যজনক কারণে ২৭ ও ২৮ জুলাই স্কুল ছুটি ঘোষণা দেন। এরই মধ্যে ৩০ শে জুলাই সকালে স্কুল খোলার পর ল্যাপটপ চুরির বিষয়টি ধরা পড়ে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম বলেন, আটককৃতদের রিমান্ডে নেয়া হয়েছে। চোরাই মালামাল উদ্ধার ও প্রকৃত ঘটনা উৎঘাটনের জোর চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, চুরি যাওয়া কক্ষে তালা লাগানো অবস্থায় ছিল অতএব বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর