তানোরে সিসিডিবি’র মাঠ দিবস অনুষ্ঠিত

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সিসিডিবি অফিস কর্তৃক আয়োজিত “আইআর,আরআই” এর সহায়তায় পানি সাশ্রয় ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কামারগাঁ বাজারে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ সময় রমেশ চন্দ্র প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারগাঁ ইউপি সদস্য মোঃ তোফায়েল আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন, সিসিডিবি তানোর অফিসের শাখা ব্যবস্থাপক মোঃ মঞ্জুর রহমান শাহ্, বীজ কর্মী জনি ইসলাম, ভগিরত চন্দ্র তাঁতী প্রমুখ।

সিসিডিবি’র এ,ডাবলু,ডি পদ্ধতিতে ধান চাষ করলে কম পানিতে কিভাবে ধান চাষ করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠে আসে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে পুরো বোরো মৌসূমে ২৬ বার সেচের পরিবর্তে সেচ লাগে ১৯-২০ বার , ধান গাছের গোড়া মজবুত হওয়ায় গাছ বাতাসে হেলে পড়ে না, ধান গাছে ব্লাস্ট রোগ হয় না এবং বাদামিফরিং আক্রমন করে না, ধানের ছড়া লম্বা ও চিটামুক্ত হয়, এই পদ্ধতিতে ফলন বেশী হবে বলে কৃষক আশা করছে।

অনুষ্ঠানে এলাকার স্কিমের কৃষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে তানোর, মান্দা এবং মোহনপুর এলাকায় ৬টি স্কিমের মাধ্যমে প্রায় ৬০ জন কৃষক এই প্রযুক্তির মাধ্যমে ধান চাষ করেছেন।
স/শ