তানোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

তানোর প্রতিনিধি:
নানা আয়োজনের মধ্যে দিয়ে দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর তানোরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় শিবতলা মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।

 
এরপর উপজেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি সাগর চন্দ্র অধিকারীর পরিচালনায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ তানোর শাখার উদ্যোগে সদরের শিবতলা শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে থানা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২ পৌরসভা সহ ৭ ইউপির সহাস্রাধিক হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 
এ সময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ তানোর শাখার সভাপতি সুনীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর দত্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ তানোর শাখার সভাপতি শ্রী মুকুল চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক প্রেমানন্দ বর্মন, কবি অসীম কুমার সরকার, তানোর কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন কুমার দাস প্রমুখ।

 
এছাড়া দিনব্যাপি উপজেলার বিভিন্ন মন্দিরে আনন্দঘন পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

স/শ