তানোরে বন্ধ হয়নি বিএনপি নেতাকর্মীদের হয়রানি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর তানোরে এখনো বন্ধ হয়নি বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা। নির্বাচনের আগে প্রশাসনের মামলা, আ.লীগ নেতাকর্মীদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতন করার কথা জানা গেছে। আর নির্বাচনের পরে বিএনপি নেতাকর্মীদেরকে মারধরসহ মানসিকভাবে নির্যাতনের অভিযোগ শোনা যাচ্ছে আ.লীগের বিরুদ্ধে। এছাড়া বিএনপির পরিচিত নেতাকর্মীদের বাড়ির বিদ্যুুৎ ও ক্যাবল লাইন বিচ্ছিন্ন করারও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতাকর্মী ও আ.লীগের এক নেতা এ খবর জানান।

জানা যায়, তানোর উপজেলার কলমা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিএনপি নেতাকর্মীদেরকে স্থানীয় আ.লীগ নেতাকর্মীরা যেখানে পাচ্ছে মারধর করছে। তাদেরকে একঘরে করে রাখা হচ্ছে। মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। তাদের বাড়ির বিদ্যুৎ ও ক্যাবল লাইন বিচ্ছিন্ন করারও অভিযোগ উঠেছে আ.লীগের বিরুদ্ধে।

অন্যদিকে উপজেলার কামারগা ইউনিয়নের মাদারীপুর বাজারে বিএনপি নেতাকর্মীদের দেখলে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে- এমন অভিযোগও শোনা গেছে। তবে এবিষয়ে ভয়ে কেউ মুখ খুলছে না।

স শা