বুধবার , ৭ মার্চ ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তানোরে পুত্রের বিরুদ্ধে চুরির অভিযোগ করে পিতা বিপাকে

Paris
মার্চ ৭, ২০১৮ ৫:৪৭ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে নিজ পুত্রের বিরুদ্ধে পিতার টাকা ও জমির দলিল চুরির লিখিত অভিযোগ থানায় দেওয়ায় বিপাকে পড়েছে পিতা। পুলিশ নাম মাত্র ঘটনাস্থলে গিয়ে দায় সেরেছে। পুত্রের প্রতিনিয়ত হুমকির মুখে পিতা নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউপির দিব্যস্থল গ্রাামের মৃত তরিকুল্লার পুত্র সৈয়দ আলী জমি বিক্রি করা ৭০হাজার টাকা ও প্রায় ৩০ বিঘার জমির দলীল নিজ ঘরে একটি বাক্সবন্দি করে রাখে। রবিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে সৈয়দ আলী’র ছেলে তোফাজ্জল হোসেন বাক্সটি ঘর থেকে চুরি করে নিয়ে যায়। এ সময় তার পিতা সৈয়দ আলী তাকে দেখতে পায়। চিৎকার করে গ্রামের লোকজনদের ডাকে। কিন্তু তোফাজ্জল বাক্সটি দেয় না। অবশেষে বাধ্য হয়ে সোমবার বিকালে সৈয়দ আলী বাদি হয়ে তার ছেলে তোফাজ্জল হোসেনকে (৩৫) অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে তানোর থানা এসআই মতিয়ার ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। পুলিশের নিরবতার প্রেক্ষিতে তোফাজ্জল হোসেন তার পিতাকে প্রতিনিয়ত অভিযোগ তুলে নেয়া জন্য হুমকি দিচ্ছে বলে সৈয়দ আলী জানান।

গতকাল বুধবার তদন্তকারী কর্মকর্তা এসআই মতিয়ার বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয় লোকজন কেই তোফাজ্জলকে বাক্স নিয়ে যেতে দেখেনি। শুধু তার পিতা দেখেছে। এ বিষয়ের তদন্ত চলছে।

স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর