তানোরে পুকুরে পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে পাহারাদারের মৃত্যু, গ্রেপ্তার ২

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পুকুরের পাতা পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পুকুর পাহারাদার মুস্তাকিম ইসলাম (৩৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় রবিবার রাতে নিহতের পিতা আসাদ আলীর বাদী হয়ে তানোর থানায় মামলা করেন। সেই মামলায় রাতেই পুলিশ দু’জন গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন, চিনাশো গ্রামের পুকুর মালিক মৃত তমিজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০) ও তার চাচাতো ভাই মৃত সামসুদ্দিনের ছেলে ওয়ালিউদ্দিন ওরফে বাচ্চু (৩১)। গতকাল সোমবার সকালে দুইজনকে জেলহাজতে পাঠিয়েছে।

জানা গেছে- চিনাশো গ্রামের পুকুর মালিক মৃত তমিজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমানের পুকুরে পাহারার কাজ করতেন মুস্তাকিম ইসলাম। পুকুরের মাছ চুরি ঠেকাতে পুকুরে পাতা ফাঁদে বিদ্যুতায়িত করে পুকুর মালিকরা। পুকুরের পাহারাদার বিষয়টি জানতো না। না জেনে সে পুকুরে পাতা পরিস্কার করতে নামলে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গতকাল সোমবার সকালে তানোর থানা থেকে মুস্তাকিনের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

তানোর থানা ওসি রাকিবুল হাসান বলেন, নিহতের পিতার মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

স/অ