তানোরে পল্লীবিদ্যুতের আগুনে পুড়লো কৃষকের খড়ের পালা

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পল্লীবিদ্যুৎ সংযোগের ট্রান্সফর্মার আগুনে এক কৃষকের ৬ বিঘা জমির খড়ের পালা পুড়ে গেছে। এঘটনায় খবর দেয়া হলেও তানোর ফায়ার সার্ভিস অফিসের লোকজন যথাসময়ে পৌঁছায়নি বলে অভিযোগ গ্রামবাসির।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তানোর পৌর এলাকার হরিদেবপুর গ্রামে। এঘটনায় কৃষক সন্তোষ দাসের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

ওই গ্রামের প্রত্যক্ষদর্শী মনিরুল ইসলাম জানান, বুধবার রাতে পল্লীবিদ্যুৎ সংযোগের ট্রান্সফর্মায় আগুনের পুলকি দেখা যায়। ওই ট্রান্সফর্মার নিচে হরিদেবপুর গ্রামের সন্তোষ দাসের খড়ের পালা ছিল। পালায় ট্রান্সফর্মার আগুন ছিটকে পড়ে মূহুর্তের মধ্যে খড় পুড়তে শুরু করে। এসময় তানোর ফায়ার সার্ভিস অফিসে ফোন দেয়া হয়। দেরিতে হলেও ফায়ার সার্ভিস অফিসের গাড়ি আসে। কিন্তু এসে নষ্টও হয়ে যায়। পরে আরেক গাড়ি আসার আগেই খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়।

তানোর ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আকবর আলী বলেন, আমরা ঘটনা জেনে পুরো স্টাফ সেখানে গিয়েছিলাম। কিন্তু দূর্ভাগ্য সেখানে পৌছে গাড়ি নষ্ট হয়।

তবে, এনিয়ে তানোর পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম (ভারপ্রপ্ত) রেজাউল হক মন্ডল বলেছেন, বিষয় মূলত প্রাকৃতিক দূর্যোগ। পরে ঘটনাস্থলে অফিসের লোক গিয়ে আবার বিদ্যুৎ সংযোগ চালু করে।

স/অ