তানোরে তিন দিনব্যাপি উন্নয়ন মেলা শুরু

তানোর প্রতিনিধি:
“উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে তানোরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর মাঠে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত হোসেন, তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান বন্দনা রানী, তানোর সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ-আল-মামুন, তানোর থানা ওসি রেজাউল ইসলাম, কৃষি অফিসার শরিফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

তিন দিন ব্যাপী মেলায় থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রিয়ালিটি শো, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা। মেলায় সরকারী-বেসরকারী ৩০টি স্টল রয়েছে। ষ্টলগুলোর মধ্যে একটি বাড়ি একটি খামারের স্টল সব চেয়ে বেশি আর্কষন ছিল।
স/শ