তানোরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ পালিত

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ের সামনে থেকে তানোর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জোনাল অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো: গোলাম রাব্বী, নেসকো লি: তানোর আবাসিক প্রকৌশলী আবু সাঈদ হেলালী, অফিস সহকারী মতিউর রহমান, হিসাব সহকারী আব্দুল আওয়াল, লাইনম্যান সান্টু, শাহিন, আবু সাইদ, সুমন, জাহাঙ্গীরসহ তানোর বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা।

র‌্যালী শেষে উপজেলা চত্বরে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বেড়েছে। দেশে আর ঘন ঘন লোড শেডিং হয় না। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।

স/শা