তানোরে কালি মন্দিরের ২টি পাথরের মূর্তি চুরি

তানোর প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার এক কালিমন্দির থেকে দুটি পাথরের মূর্তি চুরির ঘটনা ঘটেছে। একটি শিবলীঙ্গ পাথরের মূর্তি ও আরেকটি কালো রংঙের পাথরের মূর্তি ।

এ ঘটনায় আজ সোমবার রাত সাড়ে ১০টায় ওই মন্দিরের সভাপতি অমল কুমার দাস বাদি হয়ে একটি থানায় লিখিত অভিয়োগ দায়ের করেন।

স্থানীয সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ গাংঘাটি পূর্বপাড়া গ্রামের কালি মন্দির থেকে রবিবার দিবাগত রাতে ওই দুটি পাথরের মূতির চুরি হয়ে যায়। স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনসহ থানা পুলিশকে খবর দেন। পরে সোমবার বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা শওকাত আলী ও থানা উপ-পরিদর্শক সাইফুল ঘটনা স্থল পরিদর্শন করেন।

গাংঘাটি গ্রামের পলাশ কুমার বলেন, আমাদের পূজার দুটি  মূর্তি চুরি হয়ে গেছে।  মন্দির থেকে চুরি হয়ে যাওয়া দুটি মূর্তি থাকা স্থানটি গর্ত হয়ে আছে।

থানা উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মন্দিরের পাথর দুটি উদ্ধারের জোর চেষ্টা চলছে।

স/অ