তানোরে কালবৈশাখী ঝড়ে উপড়ে গেছে বিদ্যুতের ১৭টি পোল

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে সোমবার সকাল ৭টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে। এতে বিদ্যুতের মেইন লাইনের ১৭ টি বিদ্যুৎ এর পোল উপড়ে গিয়ে তার ছিড়ে গেছে।

সকাল ৭টা থেকে তানোরে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ঝড়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামের ঘর-বাড়ি চালা উড়ে গেছে এবং রাস্তার গাছ উপড়ে পড়ে গেছে। শিলা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকাত আলী বলেন, ঝড়ে বিভিন্ন এলাকার ঘড়-বাড়িসহ গাছপালা ভেঙ্গে পড়ার খবর পেয়েছি। অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে গেছে।
স/শ