তানোরে করোনায় আক্রান্ত ব্যক্তি ঢাকা ফেরত সিকিউরিটি গার্ড

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি ঢাকা ফেরত একজন সিকিউরিটি গার্ড (৫৮)। গতকাল মঙ্গলবার তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। রাত সাড়ে ৯টায় দিকে উপজেলা নিবার্হী কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

রাত ১০টার দিকে ইউএনও সুশান্ত কুমার মাহাতো, তানোর থানা ওসি রাকিবুল হাসান ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান গোল্লাপাড়া গ্রামে আক্রান্ত ওই ব্যক্তি বাড়ি লকডাউন করে দেন। তাকে সার্বিক সহযোগিতা করার কথা বলেন।

আজ বুধবার দুপুরে তানোর স্বাস্থ্য কেন্দ্রের একটি মেডিকেল টিম ওই আক্রান্ত ব্যক্তির সঙ্গে কথা বলে ঔষুধ পত্র দিয়ে আসেন।

জানা যায়, তানোরে নতুন করে করোনা আক্রান্ত ঢাকা ফেরত এক সিকিউরিটি গার্ড (৫৮) তানোর পৌরশহরের গোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। পরিবার জানায়, আক্রান্ত ব্যক্তি ঢাকায় একটি গার্মেন্টর্সে সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন।

গত ১৩ মে ঢাকা আশুলিয়া থেকে বাড়িতে আসেন। জ্বর দেখা দিলে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। মঙ্গলবার রিপোর্টে ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়।

এদিকে,তানোর উপজেলায় করোনাভাইরাসে পুলিশসহ মোট ৪ জন আক্রান্ত হলেন।

 

স/অ

আরো পড়ুন …

তানোরে শিবনদীর পানি বৃদ্ধির ভয়ে আধা-পাকা ধান কাটছে কৃষকরা