তানোরে এসটিসি ব্যাংকের শাখা সিলগালা

তানোর প্রতিনিধি:

এসটিসি ব্যাংক লিমিটেডের তানোর শাখায় অবৈধ ব্যাংকিং কার্যক্রম পরিচালনার দায়ে সিলগালা করলেন উপজেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু।

এতে করে উদ্বোধনের তিন মাসের মাথায় বন্ধ হয়ে গেলো ব্যাংকটি । গত ৮ জুলাই এসটিসি ব্যাংক লিমিটেডের তানোর শাখা উদ্বোধন করা হয়।

আজ বুধবার দুপুরে তানোর বাজারে কাশেম চেয়ারম্যানের প্লাজার ২য় তলায় ব্যাংকের কার্যালয়ে ইউএনও উপস্থিত হয়ে ব্যাংকে সিলগালা করেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু বলেন, এসটিসি ব্যাংক লি: তানোর শাখায় একাধিক বার বলা হয়েছে তাদের ব্যাংকের কার্যক্রম পরিচালনার বৈধ কাগজপত্র দেখানোর জন্য। তারা কোন কর্ণপাত করেননি। তাই ব্যাংকটি সিলগালা করে বন্ধ করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে আবার খোলে দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সমবায় অফিসের কর্মকর্তা আকতারুল ইসলাম।

ব্যাংটির কাগজপত্র সঠিক আছে কিনা জানান জন্য স্মল ট্রেডার্স কো-অপারেটিভ (এসটিসি) ব্যাংক লিমিটেড তানোর শাখার সহকারী উপ-মহা-ব্যবস্থাপক রানা রহমান মৃধার সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

স/অ