তানোরে ইভটিজিং-মাদকবিরোধী শপথ পাঠ করালেন ডিসি

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে চাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকবিরোধী শপথ পাঠ করালেন জেলা প্রশাসক (ডিসি)। মঙ্গলবার সকালে চাপড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠানে এই শপথ পাঠ করানো হয়।

তানোর উপজেলার নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রয় কর্মকর্তা আমিনুল কবীর, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, আকচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম উদ্দীন, আব্দুল আজিজ, প্রমুখ।

অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় উপজেলার কামারগাঁ ইউপি ডিজিটাল সেন্টার ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক তানোরে মোট ৮টি সরকারি দপ্তর পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ। এছাড়া মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।

স/শা