রবিবার , ১২ জানুয়ারি ২০২০ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তাইওয়ানে নির্বাচনে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হলেন সাই ইং ওয়েন

নিউজ ডেস্ক
জানুয়ারি ১২, ২০২০ ৮:৪৭ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তাইওয়ানের নির্বাচনে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন সাই ইং ওয়েন। গতকাল শনিবার তিনি বড়ো ধরনের ব্যবধানে বিরোধী প্রার্থীকে হারিয়েছেন। সাইয়ের দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) চীন বিরোধী হিসেবে পরিচিত। বিবিসি জানায়, সাইয়ের বাক্সে ৫৮ শতাংশ ভোট পড়েছে যা তার মূল প্রতিদ্বন্দ্বি এবং চীনপন্থি হিসেবে পরিচিত হান কিউ-ইউ’র চেয়ে অনেক বেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাই মোট ভোট পেয়েছেন ৮ দশমিক মিলিয়ন। তিনি বিরোধী হানের চেয়ে ২ দশমিক ৬ মিলিয়ন ভোট বেশি পেয়েছেন।

চীন তাইওয়ানকে তার বিচ্ছিন্ন অংশ হিসেবে দেখে। তাইওয়ান স্বাধীনতা ঘোষণার চেষ্টা করলে জোর করে হলেও অঞ্চলটিকে নিজেদের করে নেয়ারও হুমকি দিয়ে রেখেছে বেইজিং। বিজয়ী ভাষণে সাই চীনকে তার হুমকি প্রত্যাহার করে নিতে বলেছেন।

তবে হান বলেছেন, তিনি এখনো মনে করেন চীনের সঙ্গে যুক্ত হলেই তাইওয়ানবাসী সুখে-শান্তিতে থাকতে পারবে। সাইয়ের জয় বেইজিংয়ের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন। জয়ের পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাইকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - রাজশাহীর খবর