বুধবার , ১৮ আগস্ট ২০২১ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে যা বলছে চীন

Paris
আগস্ট ১৮, ২০২১ ১০:৩৭ অপরাহ্ণ

আবারও তাইওয়ানের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি বিক্রি করা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিরত থাকতে বললো চীন। একইসঙ্গে তাইওয়ান নিয়ে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে যে যৌথ ঘোষণা রয়েছে তার প্রতি সম্মান দেখাতে আমেরিকার প্রতি আহ্বান জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার অস্ত্র বিক্রি বন্ধ করা সম্পর্কিত যৌথ ঘোষণার ৩৯তম বার্ষিকীতে এ আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং। তিনি বলেন, আনুষ্ঠানিক ওই যৌথ ঘোষণা ছিল আমেরিকা এবং চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি। ‘এক চীন নীতি’ যৌথ ঘোষণার মৌলিক ইস্যু ছিল বলেও উল্লেখ করেন হুয়া চুন ইং। ফলে আমেরিকার পক্ষ থেকে শক্তভাবে যৌথ ঘোষণা মেনে চলা উচিত।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আমেরিকার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানে সফর বিনিময় করা হয় এবং নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে আমেরিকা বারবার তাইওয়ানের কাছে বিভিন্ন ধরনের অস্ত্র বিক্রি করেছে। এ সময় তিনি অস্ত্র বিক্রির উদাহরণ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক ঘোষণাকে উল্লেখ করেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - আন্তর্জাতিক