তরুণ ডোনাল্ডের দ্রুততম দুই’শ রানের রেকর্ড

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নসশিপে তরুণ আনেইউরিন ডোনাল্ড প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ২০০ রানের রেকর্ড ছুঁয়েছেন। এর আগে এই রেকর্ডের একক মালিক ছিলেন ভারতের রবি শাস্ত্রী। রোববার গ্ল্যামরগানের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ১২৩ বলে ২০০ রান করেন ডোনাল্ড।

 

মাত্র ১৯ বছর বয়সী এ তরুণ ২০০ রান করতে খেলেন ১৫টি ছক্কার মার। রবি শাস্ত্রীর আগের রেকর্ডটি ছিল ঘরের মাঠে ১৯৮৫ সালে।

ডোনাল্ড যখন মাঠে আসে তখন তার দলের স্কোর ছিল ৯৬ রানে তিন উইকেট। আর সেখান থেকে দলকে নিয়ে যান সম্মানজনক জায়গায়। করেন চ্যাম্পিয়নসশিপে নিজের প্রথম সেঞ্চুরি।

ডোনাল্ডের ইনিংসে ১০০, ১৫০ ও ২০০ রানের সময় তিনি ছক্কা হাকিয়ে উদযাপন করেছিলেন। তার ইনিংসে মোট ছক্কা ছিল ১৫টি। পরে ১৩৬ বল খেলে ২৩৪ করে আউট হন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলে খেলা এ তারকা। প্রথম দিনটি গ্ল্যামরগান আট উইকেট হারিয়ে ৪৯১ করে শেষ করে।

সূত্র: বাংলানিউজ