তদন্তে ডমিঙ্গো ‘নির্দোষ’ ; এবার নিজেই তদন্ত করবেন পাপন

অফিসিয়াল কোনো ঘোষণা না এলেও টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর চাকরি যে চলে গেছে- তা এখন ওপেন সিক্রেট। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে দুই সদস্যের তদন্ত কমিটি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই কমিটি এখনও আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিবেদন জমা দেয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে প্রতিবেদনের কিছু বিষয় জেনে বিসিবি সভাপতির মনে হয়েছে, এই তদন্ত যথেষ্ট নয়। তিনি নিজেই এ ব্যাপারে তদন্ত করার আগ্রহ দেখিয়েছেন।

মিরপুরে গতকাল শনিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা একটা কমিটি করেছিলাম। ইনফরমালি আমি জালাল ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, আহামরি তেমন কিছু পাওয়া যায়নি। এটাতে আমি অবাক হইনি। আমি জানতাম এরকমই হবে। সমস্যা থাকলেও এগুলো এতো সহজে বের করা যায় না। কিছু বিষয় জানলেও কোচিং স্টাফের ব্যাপারে কিছু পাওয়া যায়নি। খেলোয়াড়রা যদি বলে, না কোচ নিয়ে কোনও সমস্যা নেই। তাহলে আপনি কী ব্যবস্থা করবেন? আপনার কি কিছু করার আছে?’

এই তদন্ত নিয়ে খুশি হতে পারেননি নাজমুল হাসান পাপন। যেদিন আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা পড়বে, সেদিন থেকে নিজেই তদন্তে নামার আগ্রহ দেখালেন, ‘এই তদন্ত পর্যাপ্ত না। আমার ধারণা আমার নিজেরও তদন্ত করা উচিত। আমি মনে করি, ওয়ান-টু-ওয়ান কথা বলা দরকার। কিছু জুনিয়র, কিছু সিনিয়র প্লেয়ারের সঙ্গে, যারা এবার যাচ্ছে না নিউজিল্যান্ড সিরিজে। বেশ কিছু টি-টোয়েন্টি প্লেয়ার কিন্তু আছে, মাহমুদউল্লাহসহ। উনাদের (তদন্ত কমিটির) রিপোর্ট যেদিন দেবে তার পরপরই বসতে চাই ওদের সঙ্গে। এরপরই সিদ্ধান্ত যা নেওয়ার নেব।’

 

সুত্রঃ কালের কণ্ঠ