তথ্য প্রকাশের শঙ্কায় ‘টেলিগ্রাম’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেইসবুকের মতো পুরো তথ্য বেহাতের শঙ্কা না থাকলেও বেশ নিরাপত্তাহীন অবস্থায় রয়েছেন টেলিগ্রাম ব্যবহারকারীরা। ক্লাউডভিত্তিক ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি কাজে লাগিয়ে স্মার্টফোন ও কম্পিউটার থেকে বার্তা বিনিময়ের পাশাপাশি আইপি কলও করা যায়। ধিরাজ মিশ্র নামের এক নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছেন, কম্পিউটার থেকে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় টেলিগ্রাম ব্যবহারকারীরা মূলত পি২পি সংযোগ ব্যবহার করেন।

কিন্তু এ পদ্ধতির কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে সহজেই ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস শনাক্ত করে অবস্থানের তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।

সূত্র : ইন্টারনেট