তথ্যপ্রমাণ পর্যাপ্ত নয়, জাকির নাইককে ক্লিনচিট ইন্টারপোলের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিতর্কিত ইসলামি ধর্মপ্রচারক জাকির নাইকের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে অস্বীকার করল আন্তর্জাতিক তদন্তকারী সংস্থা ইন্টারপোল। সংস্থার তরফে জানানো হয়েছে, জাকির নাইকের জঙ্গিযোগ সংক্রান্ত যে সব নথি পেশ করা হয়েছে তা পর্যাপ্ত নয়।

ইন্টারপোলের তরফে জানানো হয়েছে, জাকির নাইকের বিরুদ্ধে ধর্তব্যযোগ্য তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন ভারতীয় গোয়েন্দারা। যে নথি পেশ করা হয়েছে তা থেকে জাকির নাইকের সন্ত্রাসযোগ স্পষ্ট নয়। ফলে তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে বেঁকে বসেছেন আন্তর্জাতিক গোয়েন্দারা।

চলতি বছরের মে-তে জাকির নাইকের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারির আবেদন জানায় ভারতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। এনসিবির তরফে জানানো হয়, ধর্মকে ব্যবহার করে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করছেন নাইক। যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বিপজ্জনক। একই অভিযোগে জাকির নাইকের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে এনআইএ। গত বছর নভেম্বরেই জাকির নাইক ও তার সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। কলকাতা ২৪