ঢামেক ও বুয়েট বন্ধের গুজব

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঢাকা মেডকেল কলেজ (ঢামেক) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) বন্ধের মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে প্রতিষ্ঠান দুটির সঙ্গে যোগাযোগ করা হলে তারা বন্ধের কোন ঘোষণা দেন নি বলে জানান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ ও বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের (ডিএসডব্লিউ) পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রতিষ্ঠান দু’টির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

ডিএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন, বন্ধ দেওয়ার কোন সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসার পর আমরা সিদ্ধান্ত নেবো।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ক্লাস বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আমাদের একাডেমিক সব ধরনের কার্যক্রম চলমান। বৃহস্পতিবার আমাদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল। সে কারণে আজকে হয়তো শিক্ষার্থীরা ক্লাস নাও করতে পারে।তবে এটি বন্ধের ঘোষণা নয়।