শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের বন্দীর মৃত্যু

Paris
ডিসেম্বর ১৭, ২০২২ ১:৫৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) বন্দী ইদ্রিস আলী মোল্লা (৬২) ঢাকা মেডিকেল হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, সকালে কেন্দ্রীয় কারাগারে ওই বন্দী অসুস্থ হয়ে পড়েন।

পরে কারা চিকিৎসকের পরামর্শে ওই বন্দীকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই বন্দী দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিল।

এর আগে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই বন্দীকে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ - জাতীয়