ঢাবি ছাত্রী ধর্ষণ: ধর্ষকের বিচার চেয়ে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাবি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতকে চিহ্নিত করে দ্রুত শাস্তি চেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থীরা। ‘অন্যের বোনের ধর্ষণে কাঁদে না তোর মন, কেমন হবে যেদিন দেখবি ধর্ষিত তোর বোন’ এমন প্রতিবাদী বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা। ‘সন্ত্রাস ও নিপীড়ন বিরোধী ঐক্য’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে ‘নারী কোনো পণ্য নয়’, ধর্ষণ বন্ধ হয় না কেন’, ‘ধর্ষণ রোধে কার্যকর আইন চাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযোদ্ধা নুর আলম বলেন, ‘স্বাধীন দেশের ৫০ বছর পূর্তির সময় দেখি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ধর্ষিত হয়, তাহলে একজন কৃষকের মেয়ের কি অবস্থা? একজন শ্রমিকের মেয়ের কি অবস্থা হতে পারে? আমারও মেয়ে আছে। সে-ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। তার নিরাপত্তা কোথায়? দেশের রাস্তা-ঘাট নিরাপদ নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ নয়, নিজ গ্রামও নিরাপদ নয়। তাহলে মেয়েরা কোথায় যাবে?’

আরো বক্তব্য দেন ইংরেজি বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মোরশেদুল ইসলাম, রাকসু আন্দোলন মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তর প্রমুখ। বক্তারা ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ সকল ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেন।

স/অ