শুক্রবার , ২৯ মার্চ ২০১৯ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাকা মেডিকেলে ভর্তি একজনের অবস্থা আশংকাজনক

Paris
মার্চ ২৯, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রেজোয়ান আহমেদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারে আগুন লাগার পর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন বলেন, অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে রেজোয়ান আহমেদ নামে একজনের অবস্থা খারাপ।

বার্ন ইউনিটে চিকিৎসাধীন অন্যরা হলেন- তৌকির ইসলাম (৩০), আবদুস সবুর খান (৪০) ও সাব্বির আলী মৃধা (৩৫)।ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আবু হোসেন দুপুরে রিলিজ নিয়ে চলে গিয়েছেন।

এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহতদের দেখতে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী সামন্ত লাল সেন।

শুক্রবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে অনুপম দেবনাথ নামে একজন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। তার শরীরের ১০ শতাংশ পুড়ে গিয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - জাতীয়