ঢাকা জজকোর্টের লিফট দুর্ঘটনায় আহত ১২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পুরান ঢাকার দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট ছিঁড়ে ১২জন আহত হয়েছেন। এ ঘটনায় ৭-৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি। অধিকাংশ আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে আহতদের মধ্যে এক মহিলা আইনজীবীকে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

ডিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগর দায়রা জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়ে। এতে ১২জন আহত হয়। আহতরা স্থানীয় ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, পুরান ঢাকার জজকোর্টের পাঁচতলা ভবনের একটি লিফট উপর থেকে নিচে ছিঁড়ে পড়েছে। সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়েছে।