ঢাকা-খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা-খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রবিবার সন্ধ্যায় কুষ্টিয়ার ভেড়ামারা রেলগেট এলাকায় মধুমতি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর দীর্ঘ ২১ ঘণ্টা দক্ষিণ বঙ্গের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আজ সোমবার বিকেল ৪টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর এই রেলপথে এখন ট্রেনযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দৌলতদিয়া থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া ভেড়ামারা রেলগেটে পৌঁছালে ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। এর পর থেকে ঢাকা-খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলের সাথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

ভেড়ামারা স্টেশন মাষ্টার সামসুল আলম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ ১৬ ঘন্টা শেষে আজ সোমবার বিকেল ৪টার দিকে রিলিফ ট্রেন লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।