ড্রেসিং রুমের কাঁচ ভেঙে শাস্তির মুখে শাকিব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কায় সদ্য সমাপ্ত টি-২০ ত্রিদেশীয় সিরিজে আর প্রেমাদাসা স্টেডিয়ামে ড্রেসিং রুমের কাঁচ ভাঙার রহস্য উন্মোচিত হল৷রিপোর্টে প্রকাশ মাঠে শ্রীলঙ্কার ক্রিকেটার ও আম্পায়ারদের সঙ্গে তর্কাতর্কির পর ড্রেসিংরুমের দরজার কাঁচ ভাঙেন বাংলাদেশ অধিনায়ক শাকিব-আল-হাসান৷

ত্রিদেশীয় নিদাহাস ট্রফির ছ’নম্বর ম্যাচটি ছিল রোমাঞ্চ, থ্রিল ও অ্যাকশনে ভরপুর বলিউড সিনেমা৷ম্যাচের অন্তিম ওভারে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন টাইগার্স ও লঙ্কানরা৷যার জের টেনে ১ ডিমেরিটস পয়েন্ট ও ২৫ শতাংশ ম্যাচ-ফি কেটে নেওয়া হল বাংলাদেশ অধিনায়কের৷ড্রেসিং রুমের কাঁচ ভেঙে আরও ব্যাকফুটে শাকিব৷

শুক্রবার শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের উত্তেজনার আঁচ শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি৷ম্যাচের শেষ ওভারে ‘নো-বল’ বিতর্কের রেস গিয়ে পড়ে ড্রেসিরুমে৷অভিযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আর প্রেমাসাদা স্টেডিয়ামে ড্রেসিংরুমের দরজার কাঁচ ভেঙে ফেলেন বাংলাদেশের ক্রিকেটার৷অভিযুক্ত ক্রিকেটারকে চিহ্নত করতে সিসিটিভি ফুটেজ দেখা হয়৷অভিযোগ, জয়ের আনন্দে সেলিব্রেশন করতে গিয়ে ড্রেসিরুমে কাঁচের দরজা ভেঙে ফেলেন বাংলাদেশি ক্রিকেটার৷ঘটনা ম্যাচ-রেফারি ক্রিস ব্রডের নজর এড়ায়নি৷গ্রাউন্ড স্টাফের কাছে অভিযুক্ত ক্রিকেটারের নাম জানতে চান ম্যাচ রেফারি৷

সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি ম্যার রেফারি ক্রিস ব্রড ড্রেসিং রুমের ক্যাটারার্সদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন এই এই ঘটনার পিছনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক৷মাঠ উঠে আসার পর ড্রেসিং রুমের দরজা ধাক্কা দেন শাকিব৷তাতেই প্রেমাদাসা স্টেডিয়ামে সফরকারী দলের ড্রেসিং রুমে কাঁচের দরজা ভেঙে যায়৷

এর আগে বিতর্কিত সিদ্ধান্ত নিতে গিয়েও পিছিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক৷কিন্তু ম্যাচের পর তার জন্য ক্ষমা চেয়ে নেন শাকিব আল হাসান৷বিতর্ক ম্যাচের একেবারে শেষ লগ্নে৷শেষ ওভারে উদানার প্রথম দু’টি ডেলিভারি ব্যাটসম্যানের কাঁধের উপর দিয়ে গেলেও আম্পায়ার নো-বল না-দেওয়ায় ক্ষুব্ধ বঙ্গশিবির৷ক্যাপ্টেন শাকিব বাউন্ডারির ধারে গিয়ে দুই ব্যাটসম্যানকে মাঠ থেকে উঠে আসার জন্য বলেন৷যদিও টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত নেন৷শাকিবকে আশ্বস্ত করেন মাহমুদুল্লাহ৷ছক্কা মেরে দলকে ফাইনালে তুলে কথা রাখেন তিনি৷১৮ বলে দু’টি ছক্কা ও তিনটি বাউন্ডারি মেরে ৪৩ রানের অবিস্মরণীয় ইনিংস উপহার দেন মাহমুদুল্লাহ৷এর আগে ইনিংস শুরু করে ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলন তামিম ইকবাল৷২৫ বলে ২৮ রান করেন মুশফিকুর রহিম৷

শ্রীলঙ্কার স্বাধীনতার ৭০ বছর পূর্তিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজের আয়োজন করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড৷রবিবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত৷শেষ বলে রুদ্ধশ্বাস ফাইনালে জেতে রোহিত অ্যান্ড কোং৷ কলকাতা 24