ড্রাগ নিয়েছেন ভারতীয় ক্রিকেটার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৬ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক ১৫৩ জন অ্যাক্রিডেটেট ক্রিকেটারের ডোপ টেস্ট করানো হয়েছিল। এবার ভারতীয় এক ক্রিকেটারের বিরুদ্ধে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের অভিযোগ উঠেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।

ওয়াডার তালিকায় ২৪ জন বাংলাদেশি ক্রিকেটার আছেন। তবে ডোপ টেস্টে এরা কেউ পজেটিভ প্রমাণিত হননি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার অভিযোগ থেকে বাইরে রয়েছেন পাকিস্তানের ৫২ জন ক্রিকেটারও।

১৫৩ জন ভারতীয় ক্রিকেটারের মধ্যে যিনি ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছেন তার নাম প্রকাশ করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা ওয়াডা।

ওয়াডা জানিয়েছেন ইউরিন টেস্টের মাধ্যমে ভারতীয় ওই ক্রিকেটারের ড্রাগ নেওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে।

এর আগে অনূর্ধ্ব-১৯ দলের ভারতীয় প্রাক্তন ক্রিকেটার প্রদীপ সাঙ্গওয়ান ডোপ টেস্টে পজেটিভ হয়েছিলেন। ২০১৩ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েন তিনি। এবার ড্রাগ টেস্টে পজিটিভ হওয়া দ্বিতীয় ক্রিকেটারের নাম জানার অপেক্ষায় ভারতীয় ক্রিকেট ভক্তরা।

সূত্র: রাইজিংবিডি