রবিবার , ২ জুলাই ২০১৭ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

‘ড্রাইভিং সিটে বসলে সব চালকই আলেকজান্ডার হয়ে যান’

নিউজ ডেস্ক
জুলাই ২, ২০১৭ ৫:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চালকের আসনে বসলে সবাই দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার হয়ে যান বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তখন তাঁরা গর্ত খাল বিল কিছুই আর চোখে দেখেন না। বেপরোয়া গতিতে যান বাহন চালিয়ে যান আর এতেই দুর্ঘটনা ঘটে।’

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদের সময় সড়ক পরিস্থিতির ওপর পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, এবার ঈদে ঢাকা শহর যেমন ফাঁকা ছিল, মহাসড়কগুলোও এমন ফাঁকা ছিল। মহাসড়কের কোথাও তিনি যানজট দেখতে পাননি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারপরেও অনেক দুর্ঘটনা ঘটেছে। অনেক প্রাণ হানি ঘটেছে। এটা মূলত চালকদের অসাবধানতা, বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং যাত্রীদের অসাবধানতার কারণে হয়েছে।’

বিভিন্ন স্থানে রাস্তার ওপরে হাট বসানো ও ব্যাটারিচালিত থ্রিহুইলার চলার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এগুলো মূলত রাজনৈতিক সমস্যা। যতই চেষ্টা করা হোক না কেন তিন চাকার এই যানগুলো স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতারা সেগুলোকে চালিয়ে রাখেন। একইভাবে মহাসড়কের ওপরেও তাঁরা বাজার বসান। তবে এগুলো বন্ধ করা হবে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, ঢাকা শহরের চেয়ে জাপানের টোকিও রাস্তাঘাট বেশি চওড়া নয়। কিন্তু তাদের ওখানে ঢাকার চেয়ে কয়েকশ গুণ বেশি গাড়ি চলে। অথচ সেখানে কোনো যানজট হয় না। কারণ হিসেবে ওবায়দুল কাদের বলেন, ‘মূলত তাঁরা একটা সিস্টেম ফলো করে, যা বাংলাদেশে করা হয় না। একটা সিস্টেমের মধ্যে আসলে আমাদের যানজটও দূর হয়ে যেত।’

রাজধানীর প্রবেশ মুখগুলোকে ভয়ঙ্কর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে জটলা লাগিয়ে রাখে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। মোড়গুলোতে গাড়ি ঘোড়া রেখে রাস্তা বন্ধ করে রাখা হয়।’ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে নজর দিতে নির্দেশ দেন তিনি।

সর্বশেষ - রাজশাহীর খবর