‘ডেমোক্র্যাট প্রার্থী জয়ী হলে যুক্তরাষ্ট্র দখল করবে চীন’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩ নভেম্বর। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এ নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্র দখল করে নেবে চীন।

এদিকে ডেমোক্র্যাটিক দলের জো বাইডেন সরকার পরিচালনায় ট্রাম্পের ব্যর্থতা মার্কিন জনগণের কাছে তুলে ধরছেন। সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, বাইডেন নাফটার প্রতি সমর্থন দিয়েছে এমনকি তিনি ওয়ার্ল্ড ট্রেড অরগ্যানাইজেশনে চীনের অংশগ্রহণ চান।

এদিকে দেশটিতে গত শুক্রবার থেকে এ নির্বাচনের মেইল ভোট কার্যক্রম শুরু হয়েছে। দেশটির নর্থ ক্যারোলিনা থেকে এই ভোটের কার্যক্রম শুরু হয়। নর্থ ক্যারোলিনায় মেইল ভোটের জন্য ৬০ লাখের বেশি ব্যালট পাঠানো হয়েছে। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে এক চতুর্থাংশ ভোট পড়েছিল এই মেইলে। তবে এবার করোনার কারণে ধারণা করা হচ্ছে, গতবারের চেয়ে ভোটাররা মেইলে বেশি ভোট দেবেন।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন