ডেঙ্গু প্রতিরোধে সিংড়ার ৩৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান

সিংড়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে ও এডিস মশা নিধনে সচেতনতা বৃদ্ধিতে নাটোরের সিংড়া উপজেলার ৩৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ও সকল সরকারি দপ্তরে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় সিংড়া কোর্ট মাঠ এলাকায় একটি পরিস্কার-পরিচ্ছন্নতা র‌্যালি বের হয়। পরে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, প্রকৌশলী হাসান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মঈনুল হাসান, কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন সুলতানা, উপজেলা বন কর্মকর্তা মাহবুব হোসেন, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মতিন, পরিবেশ কর্মী ও সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।

স/শা